Alexa সংবাদ পাঠিকার স্লিভলেস ব্লাউজ পরা নিয়ে ঝড় 

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

সংবাদ পাঠিকার স্লিভলেস ব্লাউজ পরা নিয়ে ঝড় 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৩ ১৩ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সংবাদ পাঠিকার স্লিভলেস ব্লাউজ পরে সংবাদ উপস্থাপনা করা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। 

বিষয়টিকে কেউ কেউ অশালীন বলে দাবি করছেন। সমালোচনায় মেতে উঠেছেন খোদ তার সহকর্মীরাও। তাদের মতে, এ ধরনের পোশাক পরে নিজেকে উপস্থাপনা করা উচিত হয়নি তার।

গত ৯ আগস্ট রাত ১১টায় তিনি সংবাদ উপস্থাপনায় আসেন। এ সময় তাকে একটি স্লিভলেস ডিজাইনের খোলামেলা ব্লাউজ পরহিত অবস্থায় দেখা যায়।

তবে ফেসবুক ব্যবহারকারীরা এই বিষয়ে পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে ছুঁড়ে দিচ্ছেন নানা মন্তব্য। এদের মধ্যে একজন লিখেছেন, ‘সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে এই ধরনের পোশাক কতটা আমাদের ডিসেন্ট প্রতিনিধিত্ব করে? আর আমাদের সিনিয়রদের দেখানো পথটাকে অসম্মানিত করে। হয়তো আমি ব্যাকডেটেড। পোশাকের ক্ষেত্রে আমার মনে হয় টিভি চ্যানেল কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া দরকার।’

তবে অনেকেই এটাকে পজিটিভ ভাবেও দেখছেন। এক ফেসবুক ব্যবহারকারী ওই উপস্থাপিকাকে সমর্থন জানিয়ে লিখেছেন, পদ্মা নদীর মাঝিতে কপিলার চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বাঙালি একসময় ব্লাউজ পড়তো না। পদ্মা নদীর মাঝিতে আমরা কপিলার চরিত্রে তাই দেখেছি। কিন্তু সভ্য সমাজে ব্লাউজ একটি অপরিহার্য অংশ। ফলে এ ডিজাইনটিকে মোটেও খারাপ বলে আমি মনে করি না। কারণ বর্তমানে সব ফ্যাশন হাউজগুলো স্লিভলেস ব্লাউজ প্রমোট করে।’

ডেইলি বাংলাদেশ/জেএইচ