Alexa শ্রীলঙ্কার হার চাইবে বাংলাদেশ

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

শ্রীলঙ্কার হার চাইবে বাংলাদেশ

 প্রকাশিত: ১৬:৩২ ৩ জুন ২০১৭  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেয়ার আগে ৯৩ পয়েন্ট নিয়ে সমানে সমান রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলো বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর দুই পয়েন্ট খুইয়ে আবার সাতে নেমে এসেছে বাংলাদেশ। কিন্তু টাইগারদের আশাহত হওয়ার তেমন কিছুই নেই। বরং আশার কথা হলো আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা হারলেই তাদেরও দুই পয়েন্ট কমে ৯১ হবে। অর্থাৎ বাংলাদেশও ৯১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে। সুতরাং বেশি ম্যাচ জেতায় এগিয়েই থেকে বাংলাদেশ আবার তাদের ষষ্ঠ স্থানে ফিরে যাবে। মালিঙ্গার আগুনে বোলিংকে প্রথম কাজে লাগাতে চাইছে উপল থারাঙ্গার নেতৃত্বাধীন লঙ্কান বাহিনী। অবশ্য ইনজুরিতে পড়া লঙ্কান নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শক্তিমত্তায় এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার মূল অস্ত্র ইমরান তাহির আর তরুণ সেনসেশন রাবাদা। ব্যাট হাতে হাশিম আমলা, ডুপ্লেসিস, মিলার কিংবা ডুমিনিরা তো আছেন। তবে বাংলাদেশও চোখ রাখবে এই ম্যাচে। আজকে শ্রীলঙ্কা হারলেই আবার ষষ্ঠ স্থানে চলে যাবে টাইগাররা। দক্ষিণ অফ্রিকা: ফাফ ডুপ্লেসিস, ডি ভিলিয়ার্স, মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, পার্নেল, রাবাদা, মর্নি মর্কেল, ইমরান তাহির। শ্রীলঙ্কা দল: উপল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান দিকওয়ালা (উইকেট রক্ষক), কুশাল মেন্ডিস, চান্দিমাল, কুশাল পেরেরা, কাপুগেদারা, দাস গুণারত্নে, সিকুজি প্রসন্ন, সুরঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা। ডেইলি বাংলাদেশ/এসআই