Alexa শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৮ ২২ আগস্ট ২০১৯  

শেরপুরের কাকিলাকুড়া ইউপির খোশালপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তামিম মিয়া ওই গ্রামের আজগর আলীর ছেলে।

মৃতের বাবা জানান, তামিম উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অজান্তে সে উঠান থেকে চলে যায়। পরে বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তামিমকে পানি থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ডা. তানভীর আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদউল্লাহ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ