Alexa শ্যামলী’র চালকের কাছে মিলল ১০ হাজার ইয়াবা

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

শ্যামলী’র চালকের কাছে মিলল ১০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১৮ ১৪ জুন ২০১৯   আপডেট: ১৩:৫১ ১৪ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক নুরে আলমকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ অভিযান চালানো হয়। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ভ ১৫২২৯৬) একটি বাসে ইয়াবার চালান আসছে, এমন খবরে র‌্যাব সদস্যরা মহাখালীর একটি হোটেলের সামনে অবস্থান করে। 

বাসটি নির্ধারিত স্থানে আসলে চালক নুরে আলমকে আটক করা হয়। পরে বাস তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে বাসটিও উদ্ধার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/ইএ/জেডআর