Alexa শেষ জীবনে নিঃসঙ্গ আবুল হায়াত!

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

শেষ জীবনে নিঃসঙ্গ আবুল হায়াত!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১০ ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৯:১১ ১২ জুলাই ২০১৯

আবুল হায়াত

আবুল হায়াত

নিয়তি মানুষকে কঠিন বাস্তবের মুখে ঠেলে দেয়। আর এ থেকে যেন কেউ রেহাই পেতে পারে না। যেমনটা পারেননি এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা আবুল হায়াত। নিয়তির বেড়াজালে পড়ে আজ তিনি নিঃসঙ্গ!

তবে এমন নিঃঙ্গতায় জনপ্রিয় এ অভিনেতাকে দেখা যাবে বাস্তবে নয় বরং ক্যামেরার সামনে। দীর্ঘদিন পর ‘গন্তব্য’ শিরোনামের নাটকে এমন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন করবেন তিনি। 

নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। আর নাটকের গল্প নেয়া হয়েছে জামাল হোসেনের ‘একই নামের গল্প থেকে’।

নাটকে আবুল হায়াত ছাড়াও আরো অভিনয় করেছেন মিলি বাশার, নাদিয়া, ইমতু রাতিশ, তিতান চৌধুরী, রাহুল, লিমন, আফিফ খান প্রমুখ।

নাটকটি আজ (১২ জুলাই) এনটিভির পর্দায় রাত ১১টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস