Alexa শেষ ওভারে মুশফিককে স্মরণ করেছিলেন স্টোকস

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শেষ ওভারে মুশফিককে স্মরণ করেছিলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:১৫ ১৬ জুলাই ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। ফাইনাল জয়ে নেপথ্যে ছিলেন বেন স্টোকস। জয়ের জন্য মূল ম্যাচের শেষ ২ বলে ৩ রান প্রয়োজন ছিল ইংলিশদের। তবে মাথা গরম করেননি স্টোকস। ২ রান নিয়ে স্কোর লেভেল করেন ইংলিশ অলরাউন্ডার। শেষ ওভারে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে স্মরণ করেছিলেন ইংলিশ ব্যটসম্যান।

স্টোকসের মাথায় কি সেসময় বাউন্ডারির চিন্তা এসেছিল? হ্যা, বাউন্ডারি মারার কথা ভেবেছিলেন তিনি। তবে এমন চিন্তা মনে আসতেই বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে স্মরণ করেন তিনি। মূলত তার কথা ভেবেই ঝুঁকি নেননি স্টোকস।

কিন্ত কি এমন করেছিলেন মুশফিক? ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে মাত্র এক রানে হেরেছিল বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে টাইগারদের দরকার ছিল ১১ রান। প্রথম তিন বলে ৯ রান তুলে ফেলেন মুশফিক-মাহমুদউল্লাহ। পরে বাউন্ডারি মেরে দলকে জেতাতে গিয়ে চতুর্থ বলে মুশফিক এবং পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। ফলে এক রানে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারত।

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অনেকটা একই অবস্থায় পতিত হন স্টোকস। তবে মাথা ঠান্ডা রেখে খেলতে ভুল করেননি তিনি। ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘শেষ বলে আমি টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটার কথা ভাবি।

লক্ষ্যে পৌঁছতে মাত্র কয়েক রান দূরে ছিল বাংলাদেশ। তবে বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হয় মুশফিক। শেষ বলে ছক্কা মেরে আমি হিরো হতে চাইনি। এক রান নিয়ে ম্যাচটা সুপার ওভারে নিয়ে যেতে চেয়েছিলাম। সর্বোপরি, ক্রিকেট নিয়ন্ত্রকের হাতে ভাগ্যে ছেড়ে দিতে চেয়েছিলাম।’

শেষ পর্যন্ত সফল হয়েছেন স্টোকস। বিজয়ী করেই ছেড়েছেন মাঠ।

ডেইলি বাংলাদেশ/এএল/আরএস

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩