Alexa শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

শেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৭:৫৪ ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:৩০ ১৫ আগস্ট ২০১৯

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

শেরপুর টাউনের চাপাতলীতে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল করিম নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

রবিউল করিম শেরপুর সদর উপজেলার ডুবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রবিউল ইসলাম ৭-বিজিবির বাজুছড়া খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

শেরপুর জেলা সদর হাসপাতলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হেলেনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রবিউল করিম মারা গেছেন।

পারিবারিক সূত্র বলছে, রবিউল করিম দুই সন্তানের জনক। তার স্ত্রী শেরপুর টাউনের চাপাতলীতে ভাড়া বাসায় বসবাস করেন। ১৭ দিন আগে তাদের একটি সন্তান জন্ম নেয়। এ কারণে ওই বিজিবি সদস্য গত ২২ জুলাই এক মাসের ছুটিতে বাসায় আসেন।

বুধবার দুপুরে তার বাসায় ঈদ উপলক্ষে স্বজনদের দাওয়াত দিয়েছিলেন। বুধবার সকালে বাসায় সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

Best Electronics
Best Electronics