Alexa শেখ হাসিনার কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শেখ হাসিনার কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:৪৪ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৪:১৪ ২০ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যে নেত্রী জঙ্গিবাদ দমন করেছেন, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছেন। 

বুধবার রাতে পাবনার শালগাড়িয়া নুর জাহান কনভেনশন সেন্টারে পৌরসভার ৭/৮/৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সব  উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। শান্তি-সমৃদ্ধি বিনষ্ট করে দেশে আবার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হবে। অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। এজন্যই শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি পাবনার ৫টি আসনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান।

৯ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান একরামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাবনা-৫(সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, মো: শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আবু ইসহাক শামিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক প্রমুখ। 

ডেইলি বাংলাদেশ/জেডএম