Alexa শেকৃবিতে সংঘর্ষ, আহত ৫

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

শেকৃবিতে সংঘর্ষ, আহত ৫

শেকৃবি প্রতিনিধি

 প্রকাশিত: ২১:৪৫ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২১:৪৫ ১৯ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিজ নিজ গ্রুপে টানাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন খালেদ, শাহজালাল, সোহেল, শরীফ ও নাঈম।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, আজকের ঘটনা মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগ তাদের ওই দুই গ্রুপকে নিয়ে বসবে সমস্যা সমাধানের জন্য। যদি সমাধান না হয় তাহলে আমরা প্রক্টরিয়াল বডি প্রশাসনিক ব্যবস্থা নেব।

ডেইলি বাংলাদেশ/এমএইচ