Alexa শুরুর আগেই মোশাররফ-নুসরাতের সিনেমার নাম বদল

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শুরুর আগেই মোশাররফ-নুসরাতের সিনেমার নাম বদল

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৪১ ১৪ জানুয়ারি ২০২০  

মোশাররফ করিম ও নুসরাত জাহান

মোশাররফ করিম ও নুসরাত জাহান

কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ ছবিতে দেখা যাবে সেখানকার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে। কিন্তু এ ছবিটি শুরুর আগেই নাম পরিবর্তন করা হয়েছে।

‘ব্যবধান’ থেকে এ ছবির নাম রাখা হয়েছে ‘ডিকশনারি’। ছবিটি নির্মাণ হবে বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে।

তবে এ ছবিতে মোশাররফ ও নুসরাতকে জুটি হিসাবে দেখা যাবে না। ব্রাত্য বসু পরিচালিত এ ছবিতে মোশাররফের বিপরীতে অভিনয় করবেন পৌলমী বসু। অভিনয় করবেন নির্মাতা নিজেও। এছাড়াও তারকা বহুল এ ছবিতে আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকেই অভিনয় করবেন। 

‘ডিকশনারি’র গল্পে মোশাররফ করিমকে একজন নব্য ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। যিনি অল্প শিক্ষিত হওয়া সত্বেও নিজের ছেলের পড়াশোনা শেখানোর উপর জোর দিয়েছেন। এখানে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে পৌলমী বসুকে। 

অন্যদিকে, আবীর আর নুসরাতকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। কিন্তু নুসরাতের সঙ্গে পরমব্রত’র সম্পর্ক গড়ে উঠবে। 

ডেইলি বাংলাদেশ/এনএ