Alexa শুটিং সেটে পরিচালকের সঙ্গে অক্ষয়ের তুমুল মারামারি 

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

শুটিং সেটে পরিচালকের সঙ্গে অক্ষয়ের তুমুল মারামারি 

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪১ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:৪৩ ১৩ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুটিং স্পটে তুমুল মারামারি করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক রোহিত শেঠি। রোহিতের ছবি ‘সূর্যবংশী’র শুটিং চলাকালে হঠাৎই দু’দিক থেকে দৌড়ে এলেন অক্ষয় ও রোহিত। ঝাঁপিয়ে পড়লেন একে অপরের উপর। তার পর কিল, ঘুসি, চড়... চলতে থাকল অনবরত।

দু’জনকে থামাতে আশপাশ থেকে দৌড়ে এলেন বেশ কয়েকজন পুলিশ। ‘ফল আউট, ফল আউট’বলে চিৎকার করতে করতে দু’জনেই পড়ে গেলেন মাটিতে।

কেন মারামারি শুরু করলেন অভিনেতা-পরিচালক? জানা গেল অক্ষয়ের পোস্ট থেকেই। জানালেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ।

জনপ্রিয় এক ওয়েবসাইট একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের মূল বক্তব্য, ‘সূর্যবংশী’র শুট চলাকালীন অক্ষয় আর রোহিতের মধ্যে বেজায় মনোমালিন্য হয়েছে। দু’জনের মধ্যে কথাও বন্ধ। সহযোগী পরিচালকের মাধ্যমেই একে অন্যের সঙ্গে কথা বলেন।

কিন্তু পুরো ব্যাপারটাই যে একেবারে ভুল, কিছুই হয়নি রোহিত এবং অক্ষয়ের মধ্যে তা প্রমাণ করতেই এ রকম ‘ব্যঙ্গাত্মক’ ভিডিওর আশ্রয় নিয়েছে টিম ‘সূর্যবংশী’। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত হেডলাইনটি অতি নাটকীয়ভাবে পড়ছেন ক্যাটরিনা।

এর পরই ক্যামেরার ফোকাস ঘুরে যায় অক্ষয় আর রোহিতের দিকে। প্রতিবেদনের হেডলাইনে ‘ফল আউট’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আর সেই শব্দকেই খানিকটা উপহাস করেই খিলাড়ি কুমারকে বলতে শোনা গেল, ‘লড়না পড়েগা, লড়না পড়েগা...উই হ্যাড আ ফলআউট।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে