Alexa শুটিংয়ে ব্যস্ত, ডি লিট নিতে আসছেন না বিগ বি

ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২০,   মাঘ ১৫ ১৪২৬,   ০৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

শুটিংয়ে ব্যস্ত, ‘ডি লিট’ নিতে আসছেন না বিগ বি

 প্রকাশিত: ১০:১৮ ২৮ এপ্রিল ২০১৮  

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

শুটিং এ ব্যস্ত থাকার কারণে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘ডি লিট’ সাম্মানিক নিতে আসতে পারছেন না বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। পরের অবশ্য অন্য কোনো সমাবর্তনে অমিতাভকে এ সাম্মানি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন করবে কর্তৃপক্ষ।

রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাকে জানানোর পরে তিনি খুশিও হয়েছেন। কিন্তু সম্প্রতি অমিতাভ জানিয়েছেন, শুটিং থাকায় তিনি আসতে পারবেন না।

৮ মে রবীন্দ্রভারতীর সমাবর্তন। এবার সাম্মানিক ‘ডি লিট’ পাচ্ছেন সংগীতশিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখিকা নবনীতা দেবসেন, শিল্পী যতীন দাস। দীক্ষান্ত ভাষণ দেবেন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সাধারণ সম্পাদক ফুরকান কামার।

রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, ২০১৮-’১৯ শিক্ষাবর্ষ থেকেই তারা বিভিন্ন বিষয়ে ইন্টার্নশিপ চালু করতে উদ্যোগী হয়েছেন। ললিতকলার সব বিষয়ে রেপার্টরি চালু করার কথা ভাবা হচ্ছে। সেখানে পড়ুয়ারা বিশেষ ভাতা পাবেন।

নাটক বিভাগে এই ধরনের রেপার্টরি আগেই চালু হয়েছে। রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীদের তৈরি করা ভাস্কর্য অনলাইনে বিক্রির পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ।

ডেইলি বাংলাদেশ/টিএএস