Alexa শীর্ষ ‘ইডিয়ট’ ট্রাম্প!

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শীর্ষ ‘ইডিয়ট’ ট্রাম্প!

 প্রকাশিত: ১৯:৪০ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ১৯:৪০ ১৮ জুলাই ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ইডিয়ট! ব্যাপারটা হাস্যকর, আশ্চর্যেরও বটে। যিনি কিনা বিশ্ব মোড়লদের মধ্যে অন্যতম, তার আগে এই বিশেষণ? বিষয়টা কিন্তু এত সিরিয়াস না।

আসলে গুগল ইমেজে গিয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে প্রথম ১৫ ফলাফলের মধ্যে ১০টিতে ট্রাম্পের ছবি ভেসে উঠছে। মূলত ব্রিটেনের গুগল ব্যবহারকারীদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

ব্রিটেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটেনের বেশ কয়েকটি ব্লগেও ট্রাম্পের ছবির উপর মাউসের কারসার নিলে ‘ইডিয়ট’ লেখাটি দেখা যাচ্ছে।

‘গ্রিন ডে ২০০৪ সং’ নামে একটি প্রবন্ধেও ট্রাম্পের ছবির উপরে কারসার নিলে ‘ইডিয়ট’ শব্দটি দেখাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সার্চ রেজাল্টে প্রথমেই এরকম আসার কারণ হিসেবে বলা হয়েছে, নির্দিষ্ট এই শব্দটিকে বেশ কিছু ছবিতে ‘মেটা-ট্যাগ’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ ট্রাম্পের ছবি আপলোড করেছেন, ছবিগুলি সেভ করা হয়েছিল ‘ইডিয়ট’ নামে!

ডেইলি বাংলাদেশ/এসআই