Alexa শীতে উষ্ণতা পেতে প্রাণ হারালেন বৃদ্ধা

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

শীতে উষ্ণতা পেতে প্রাণ হারালেন বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৪৯ ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০২:৫৬ ২১ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

কনকনে শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে যান বৃদ্ধা আসমতি বেওয়া। তবে উষ্ণতার বদলে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ফুলতলা গ্রামে এমন ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের রওশন আলীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে কনকন শীত নিবারণের জন্য আগুন পোহাতে যান তার মা। এতে তিনি দগ্ধ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকাতে নেয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় তিনি মারা যান।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে একই জেলার পীরগঞ্জে আগুন পোহাতে গিয়ে আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারীর মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ