Alexa শীতের রাতে উত্তাপ ছড়ালেন নায়লা নাঈম

ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শীতের রাতে উত্তাপ ছড়ালেন নায়লা নাঈম

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৫ ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৮:৫২ ১০ ডিসেম্বর ২০১৯

নায়লা নাঈম

নায়লা নাঈম

মডেল নায়লা নাঈম। তার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এরপর সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার।

নানা কারণে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।

এবার নতুন এক গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে। আর এটি রাতেই আপলোড করছেন তিনি।

গানটির নাম ‘আসমানেতে উঠে চাঁদ’। রেশাদ মাহমুদের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রোজিনা করিম খান। বরাবরের মতো এই গানের ভিডিওতেও খোলামেলা হয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। কয়েকদিন ধরে এই গান দিয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা।

গানটির কোরিওগ্রাফি করেছেন আরিফ আলী। মূলত তার কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই গান।

‘আসমানেতে উঠে চাঁদ’ গানটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস