Alexa শিশু সায়মার ‘ধর্ষক-হত্যাকারী’ গ্রেফতার

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

শিশু সায়মার ‘ধর্ষক-হত্যাকারী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৪৭ ৭ জুলাই ২০১৯   আপডেট: ০০:০৭ ৭ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর ওয়ারিতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান। তিনি বলেন, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার মাগরিবের নামাজের সময় সামিয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের ৯ম তলার একটি ফাঁকা ফ্ল্যাটে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে শনিবার ময়নাতদন্তকারী চিকিৎসক জানায়, শিশু সায়মাকে ধর্ষণের পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শিশু সামিয়া আব্দুস সালামের দুই মেয়ে ও দুই ছেলে মধ্যে সবার ছোট। তার  বাবা পরিবার নিয়ে ওই বাসায় থাকেন।

ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ