Alexa শিশু উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শিশু উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর

 প্রকাশিত: ১৭:৪৪ ৭ জুন ২০১৮  

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে শিশু উন্নয়নে বরাদ্দের পরিধি বাড়নোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন,‘শিশুদের উন্নয়নে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, গাজীপুর, নারায়নগঞ্জ, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলায় অনগ্রসর শিশুদের জন্য ২ হাজার ১০৯ টি কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষাসহ অন্যান্য কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর আওতায় ২০ টি ডে-কেয়ার সেন্টার, ৫১৫ টি শিশু বিকাশ কেন্দ্র এবং ৭৪০টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র স্থাপন করা হচ্ছে।’

তিনি আরো বলেন,‘আগামী অর্থবছরের জন্য শিশু বাজেটের পরিধি সম্প্রসারণ করে আরও ১৫টি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।’সেই সঙ্গে শিশুদের কল্যাণে বরাদ্দকৃত সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রিপোর্টিং-এর ক্ষেত্রে অর্থ বিভাগ ও শিশুখাত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।

২০১৫-১৬ অর্থবছর থেকে শিশু বাজেট প্রণয়ন করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এসএস

Best Electronics
Best Electronics