Alexa শিবগঞ্জে কৃষি সামগ্রী বিতরণ

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

শিবগঞ্জে কৃষি সামগ্রী বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৩৭ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ২০:৩৭ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ মঙ্গলবার দুপুরে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ হয়েছে।

উপজেলা কৃষি অফিস আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সার ও বীজ বিতরণ করেন ইউএনও মো. আলমগীর কবীর।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ্, কৃষিবিদ রবিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু তাহের, এজাজ কামাল।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, রবি, ১৮, ১৯ মৌসুমের জন্য গম, ভুট্টা, সরিষা, বোরো ধান এবং পরবর্তী খরিপ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল ১ হাজার ২০ জন কৃষকের মাঝে বিতরণ হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম