Alexa শিক্ষার প্রসারে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শিক্ষার প্রসারে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২৩ ২১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে হাটিলা পশ্চিম ইউপির ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়। 

হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২২ জন ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ সাইকেল বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আমিনুল হক বাবলু ও মাসুদ আহমেদ।

সাইকেল পাওয়ার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজমুন নাহার আঁখি, খাদিজা আক্তার, ফারহানা আক্তার, সাবরিনা আক্তার ও সানজিদা আক্তারসহ প্রমুখ। তারা জানান, সরকারের কাছ থেকে এ উপহার পেয়ে অনেক খুশি  এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, জাতীয় ও স্থানীয় পত্রিকার অন্যান্য প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেএস
 

Best Electronics
Best Electronics