Alexa শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে বুয়েট ভিসি 

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে বুয়েট ভিসি 

ঢাবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২১ ৮ অক্টোবর ২০১৯  

ছবি: ভিডিও থেকে নেয়া

ছবি: ভিডিও থেকে নেয়া

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। শিক্ষার্থীদের নজর এড়াতে বুয়েট কেন্দ্রীয় মসজিদের পাশের গেট দিয়ে প্রবেশ করেন তিনি।

ভিসির একান্ত সচিব (পিএস) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভিসি স্যার অফিসে আছেন। ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বিকেল সাড়ে চারটায় বৈঠক শুরু হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে দুই নাম্বার দাবি হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ভিসি কেনো ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থলে উপস্থিত হয়নি তা তাকে স্বশরীরে ক্যাম্পাসে এসে বিকেল ৫টার মধ্যে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে ছাত্রকল্যাণ পরিচালক অর্থাৎ ডিএসডব্লিউ স্যার কেনো ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন তা উনাকেই বিকেল ৫টার মধ্যে জবাবদিহি করতে হবে।

এর আগে ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শিক্ষার্থীদের পক্ষে পাঁচজনের নাম চেয়ে প্রস্তাব জানানো হয়। ভিসির পক্ষে এ প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করার জন্য উপাচার্য পাঁচজনের প্রতিনিধিদলের নাম চেয়েছেন।তবে শিক্ষার্থীরা পৃথক কোনো প্রতিনিধিদল আলোচনায় প্রেরণ  করতে সম্মত না হয়ে ওপেন ডিসকাশন করতে চেয়েছে বলে জানা যায়।

ডেইলি বাংলাদেশ/এসআই