Alexa শিক্ষক পিটিয়ে পরীক্ষার্থী গ্রেফতার

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শিক্ষক পিটিয়ে পরীক্ষার্থী গ্রেফতার

 প্রকাশিত: ২০:৩৫ ২৮ এপ্রিল ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

কুমিল্লার লাকসামে নকল করতে না দেয়ায় শিক্ষক পেটানোর ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে লাকসাম শহরের পশ্চিমগাঁও এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের নাম রাসেল মিয়া। সে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র।

ওসি আবদুল্লাহ-আল মাহফুজ জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার ২৫ এপ্রিল নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যবসায় শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন অভিযুক্ত পরীক্ষার্থী রাসেল মিয়া পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। ওই সময় দায়িত্বরত শিক্ষক আবদুস ছোবান তাকে অসদুপায় অবলম্বনে সুযোগ না দেয়ায় বৃহস্পতিবার রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষার্থী ও তার কয়েকজন সহযোগী মিলে ওই শিক্ষককে পিটিয়ে আহত করে।

ডেইলি বাংলাদেশ/আরআর