Alexa শিক্ষককে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শিক্ষককে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:০৯ ২৪ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জ সদরে পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জগলুল খানকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুরে স্কুলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন, পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক ইকমত আলী, আব্দুর রহমান, এম.এ মতিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯ জুলাই শশাবাড়িয়া গ্রামের জসিম হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক জগলুল খানকে হুকুমের আসামি করা হয়েছে। জগলুল খানের বাড়ি ওই গ্রামে হলেও তিনি ১৫ বছর ধরে স্বপরিবারে গোপালগঞ্জ শহরে বসবাস করছেন। ওই মামলায় তিনি কোনোভাবেই জড়িত নন। আমরা মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics