Alexa বিহারে স্কুলছাত্রীদের ওপর হামলা: আহত ৩৪

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

বিহারে স্কুলছাত্রীদের ওপর হামলা: আহত ৩৪

 প্রকাশিত: ১৮:৪১ ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ১৮:৪১ ৯ অক্টোবর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের  রাজ্যে একটি গার্লস স্কুলের ছাত্রীদের গণপিটুনি দেয়ায় ঘটনা ঘটেছে।এতে অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, শনিবার বখাটের দল ও তাদের বাবা-মায়ের পিটুনির শিকার হওয়ার পর ৩৪ জন ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ত্রিবেনিগঞ্জের সরকারি স্কুলটির ছাত্রীরা স্থানীয় বখাটেদের যৌন হয়রানির প্রতিবাদ করায় তাদের ওপর আক্রমণ করা হয়।

এই ঘটনায় সোমবার পর্যন্ত ছয়টি ছেলে ও তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

তারা সন্দেহ করছেন, আরও ৮-১০জন অজ্ঞাত ব্যক্তি মেয়েদের ওপর আক্রমণে জড়িত ছিল।

সোমবার পুলিশ জানায়, এখনও কয়েকটি মেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে তারা শিগগিরই ছাড়া পাবেন।

শনিবার বোর্ডিং স্কুলটির মাঠে খেলার সময় মেয়েরা দেখে, একদল বখাটে কম্পাউন্ডের ভেতর উঁকি মারছে। তাদের সেখান থেকে চলে যেতে বললে, তারা ওই স্থান ত্যাগ না করে উল্টো মেয়েদেরই যৌন হয়রানি করতে শুরু করে। এক সময় মেয়েরা রুখে দাঁড়ালে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।

এরপর একদল ছেলে তাদের বাবা-মা ও স্থানীয় লোকজন নিয়ে এসে ছাত্রী ও শিক্ষকদের ওপর আক্রমণ চালায়।

চিকিৎসাধীন এক ছাত্রী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে জানায়, হামলাকারীরা তাদের বেনি ধরে টেনে নিয়ে যায়, বাঁশ দিয়ে আঘাত করে এবং কিলঘুষি ও লাথি দেয়।

স্কুলের একজন কর্মচারী টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, প্রায় ১৫ জন নারী-পুরুষ লাঠি ও রড নিয়ে মেয়েদের পিটুনি দেয়।

ডেইলি বাংলাদেশ/সালি