Alexa শাস্তি যখন মূত্রপান! (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শাস্তি যখন মূত্রপান! (ভিডিও)

 প্রকাশিত: ০৬:১১ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৬:২৫ ৯ নভেম্বর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এমন অদ্ভুত শাস্তি সবার কাছে হয়তো আশ্চর্য লাগতে পারে, কিন্তু ঘটনা সত্য। চীনা একটি কোম্পানিতে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলেই জোর করে সবার সামনে মূত্রপান করতে বাধ্য করা হচ্ছে শ্রমিকদের।

গৃহসজ্জা নির্মাণকারী কোম্পানিটি তাদের শ্রমিদেরকে শুধু মূত্রপানের মধ্যে সীমাবদ্ধ নয়। শুধু তাই নয় জোর করে খাওয়ানো হয় তেলাপোকা। মাথা ন্যাড়া করে দেয়ার পাশাপাশি কমোডে মুখ ঢুকিয়ে সেই পানি পানেও বাধ্য করা হতো শ্রমিকদের। 

এই ঘটনা সামনে আসার পরই অবশ্য ব্যবস্থা নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। কোম্পানির তিনজন ম্যানেজারকে পাঁচ থেকে দশ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছের স্থানীয় একটি আদালত।

দেশটির সরকারি এক সংবাদ মাধ্যমমে কোম্পানির শ্রমিক নির্যাতনের চাঞ্চল্যকর খবর প্রকাশ করে।  সব শাস্তিই দেয়া হতো সবার সামনে, প্রকাশ্যে।  

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছে, দক্ষিণ পশ্চিম চীনের গুইঝোউ প্রদেশের একটি গৃহসজ্জা সামগ্রী নির্মাণ কারখানায় এ ধরনের নির্যাতন চালানো হয়।  

নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকজন কর্মী ওই কোম্পানি থেকে কাজ ছেড়ে দিয়েছিলেন। তাদের কাছ থেকেই প্রথম জানা যায়- নির্যাতনের এই ভয়াবহ ঘটনা। নির্যাতনের পাশাপাশি করা হতো জরিমানাও।  

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics