Alexa শাবিতে চুরির ঘটনায় মামলা

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

শাবিতে চুরির ঘটনায় মামলা

শাবি প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:৪১ ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৮:৪১ ৭ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে ডাইনিংয়ের গ্রিল কেটে চুরির ঘটনায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশিদ বলেন, চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করছে। আশা করি খুব দ্রত অপরাধী সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিব।

শাহপরান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. শাহেদুল হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরান হলের ডাইনিংয়ের জানালার গ্রিল কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। 

শাহপরান হল ডাইনিংয়ের পরিচালক অনিল চন্দ্র দাস জানান, রাতের খাবার শেষে ডাইনিং বন্ধ করে বাজারে গেলে জানালার গ্রিল কেটে ৩টি রান্নার ডেকসহ প্রায় লক্ষাধিক টাকার রান্নার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোর। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানাই।   

ডেইলি বাংলাদেশ/এমএইচ