Alexa শান্তি চুক্তির বর্ষপূর্তিতে সেনাবাহিনীর কর্মসূচি

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শান্তি চুক্তির বর্ষপূর্তিতে সেনাবাহিনীর কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:২৬ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৫:৩০ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তিতে গরীরদের মাঝে শীতবস্ত্র, চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার জেলা পরিষদ, সেনা রিজিয়নের উদ্যোগে রাজার মাঠ ক্যাম্পে শীত বস্ত্র ও চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়। পরে জেলা সদরের বিশটি বিদ্যালয়ে দুই শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর সঙ্গে জেলা পরিষদ, পুলিশ সংযুক্ত ছিল।

এর আগে জেলা প্রশাসক কাযালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি রের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রাজার মাঠে পৌঁছে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে চুক্তির বর্ষপূর্তির কর্মসূচির উদ্ধোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবান সেনাবাহিনীর সদর ভারপ্রাপ্ত জোন কমান্ডার লে. কর্নেল এসএম আব্দুল্লাহ আল আমিন, এসপি জাকির হোসেন মজুমদার, অ্যাডিশনাল ডিসি মুহাম্মদ আবুল কালাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

Best Electronics
Best Electronics