শাকিব-অপু একসঙ্গে দেখা দিবেন বৃহস্পতিবার
প্রকাশিত: ১৪:০৭ ৫ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৪:০৮ ৫ ফেব্রুয়ারি ২০২০

শাকিব খান ও অপু বিশ্বাস
বিচ্ছেদের পর একসঙ্গে দেখা যায়নি বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। তারা একসঙ্গে ছবি করা তো দূরের কথা মুখ দেখাদেখিও প্রায় বন্ধ। যাও দু-একবার সামনা সামনি হয়েছেন তাও সন্তান আব্রাম খান জয়ের জন্য। এবার একই ছবিতে একসঙ্গে দেখা জনপ্রিয় এ জুটিকে।
তাহলে কি আবারো একসঙ্গে জুটি বেঁধে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা? না, তেমন কোনো বিষয় নয়। এ দুজনকে একসঙ্গে পুরাতন একটি ছবিতে দেখা যাবে। তাদের অভিনীত এবং মুক্তি প্রাপ্ত ছবি ‘তুমি আমার প্রেম’ চ্যানেল আইতে প্রচারিত হবে। এই ছবিতে দর্শকরা তাদেরকে একসঙ্গে দেখতে পাবে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন পরিচালনা করেছেন এ ছবিটি। এতে শাকিব-অপু ছাড়াও আরো অভিনয় করছেন- সিনথিয়া, কাবিলা, নাসরিন, আলীরাজ, রেবেকা, সুজাতা, পাপিয়া সারোয়ার, মিশা সওদাগরসহ অনেকে।
জানা গেছে, ‘তুমি আমার প্রেম’ বেসকারি টেলিভিশন চ্যানেল আইতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩:৩০ মিনিটে প্রচারিত হবে।
এদিকে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ছবি ‘বীর’। মঙ্গলবার সন্ধ্যায় কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’। কাজী হায়াত পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি।
অন্যদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিটি গত ১৪ জানুয়ারি ছবিটি সেন্সর সনদ পায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
ডেইলি বাংলাদেশ/এনএ