Alexa শাকিবের পা ছুঁয়ে সালাম করলেন বুবলী! (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

শাকিবের পা ছুঁয়ে সালাম করলেন বুবলী! (ভিডিও)

 প্রকাশিত: ২১:৩৯ ৬ জুন ২০১৮   আপডেট: ২১:৪১ ৬ জুন ২০১৮

শাকিব খান ও বুবলী

শাকিব খান ও বুবলী

বাংলা চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। বিগত দুই বছরে একসঙ্গে জুটি হয়ে বিভিন্ন সিনেমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা।

এবার একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে হাজির হয়েছেন দু’জন। মজার ব্যাপার হচ্ছে, এই অনুষ্ঠানের কোন উপস্থাপক নেই। আর এর নাম দেয়া হয়েছে ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’।

জানা যায়, ‘ক্যাপ্টেন খান’ সিনেমার শুটিংয়ের সময় কক্সবাজারের সমুদ্র ধারে একটি একটি হোটেলে সেট তৈরি করে অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে।

এতে বাংলাভিশনের নিজস্ব চ্যানেলে আপলোড করা ট্রেলারে দেখা যায়, বুবলী ‘রমজানের ওই রোজার শেষে’ গাইতে গাইতে শাকিবকে ঈদের সালাম করেন বুবলী। যাতে কিং খান পুরোপুরি হতবাক। তারপুর শুরু হয় হরেক রকমের খোশ গল্প।

এদিকে অনুষ্ঠানটি প্রসঙ্গে বুবলী বলেন, এটি তথাকথিত সেলিব্রেটি শো-য়ের মত না। আমরা আড্ডাচ্ছলে নানা ধরনের গল্প করেছি।
আমি এখানে শাকিব খানকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছি। সেও আমাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছে। সিনেমার শুটিংয়েও আমাদের এমনটা আলাপ হয় না। যে যার শুটিং নিয়ে ব্যস্ত থাকি। বেশ ভালোই লেগেছে সুপারস্টারের সঙ্গে আড্ডা দিতে!

এদিকে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

এটি সামনের উৎসবের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

দেখুন ভিডিওটি:

 

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics