Alexa বরিশালে শাওমি এমআই এ-১ মডেলের ফোন বিস্ফোরণ

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বরিশালে শাওমি এমআই এ-১ মডেলের ফোন বিস্ফোরণ

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪৭ ৩০ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:৪৯ ৩০ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শাওমি মোবাইল ফোন কোম্পানির এমআই এ-১ মডেলের একটি ফোনের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ভোরে ফোনটি চার্জে থাকাবস্থায় বিস্ফোরণ ঘটে। ফোনটি ব্যবহার করতেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেনের ছেলে সাদমান বাকির সাহাব।

শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন তার ফেসবুক আইডিতে ছবি দিয়ে ফোন বিস্ফোরণের ঘটনা জানিয়ে একটি পোস্ট দেন। 

সেখানে তিনি উল্লেখ করেন, ফজরের নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনো কিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম মোবাইল বিস্ফোরণ!

তিনি বলেন, ফোনটি তার ছেলে সাদমান বাকির সাহাব ব্যবহার করতো। রাতে চার্জ দিয়ে সাদমান ঘুমিয়ে ছিল। ভোরে চার্জে থাকা অবস্থায় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণে ফোনের বেশিরভাগ যন্ত্রাংশই পুড়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এমএস