Alexa শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ায় দিবারাত্রির টেস্ট খেলতে রাজি কোহলি

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ায় দিবারাত্রির টেস্ট খেলতে রাজি কোহলি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৩৫ ২১ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

গত বছর অস্ট্রেলিয়া সফরে ভারতকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখান করে বিরাট কোহলির ভারত। তবে সেই অবস্থান থেকে সরে এসেছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি গোলাপি বলের টেস্ট খেলতে রাজি আছেন, তবে তার এক শর্ত মানার পর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির আসার পর সিদ্ধান্ত বদলেছে ভারতীয় অধিনায়ক। গাঙ্গুলি বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার মাটিতে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই ইতিবাচক উত্তর দেন কোহলি।

তিনি বলেন, আমরাও গোলাপি বলে খেলতে চাই। কিন্তু, বড় একটা সফরে হঠাৎ করেই সূচিতে দিবারাত্রির টেস্ট ম্যাচ ফেলে দিলে তো হবে না। অনুশীলনই না করেই তো নামতে পারি না। আমরা অবশ্যই খেলব। তবে তার আগে আমাদের অনুশীলনের সুযোগড দিতে হবে।

কোহলি আরো বলেন, নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য কিছুটা সময় দরকার। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এক সপ্তাহের নোটিশে নেমে পড়াটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে দিবারাত্রির টেস্ট খেলা কোনো সমস্যা নয়।

ডেইলি বাংলাদেশ/এম