Alexa শরীরের যে চিহ্ন ইলিয়ানাকে ভাবিয়ে তুলেছে

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

শরীরের যে চিহ্ন ইলিয়ানাকে ভাবিয়ে তুলেছে

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৫ ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২১:৩৬ ১৫ সেপ্টেম্বর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

ঘুমের মধ্যে হাঁটা বিপজ্জনক। এতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ নাকি এই অদ্ভুত রোগের শিকার। সম্প্রতি টুইটারে নিজেই এমন কথা জানিয়েছেন।

ইলিয়ানা জানান, প্রায়ই ঘুম থেকে ‍উঠে নিজের পায়ে বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন দেখতে পান, যা স্লিপওয়াকার না হলে সম্ভব নয়। আমি বুঝে গিয়েছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে নিশ্চয়ই হাঁটি। না হলে ঘুম থেকে ওঠার পরে কী ভাবে আমার পায়ে এতগুলো আঘাতের চিহ্ন থেকে যায়!

ইলিয়ানার এই পোস্ট দেখে রীতিমতো চিন্তায় পড়ে যান তার ভক্তরা। তারা অভিনেত্রীকে বিভিন্ন রকমের পরামর্শও দেন। একজন ইলিয়ানাকে তার বেডরুমে ভিডিও ক্যামেরা লাগিয়ে রাখার পরামর্শ দেন। অনেকে আবার ভয় পেয়ে বলেন, নিশ্চয়ই নায়িকার বাড়িতে ভূতের উৎপাত রয়েছে।
 
ইলিয়ানার এক ফলোয়ার কমেন্টে লেখেন, ঘুম থেকে ওঠার পরে কি আপনি অন্য জায়গায় ছিলেন? নাকি নিজের বিছানাতেই ছিলেন? যদি দেখেন আপনি অন্য জায়গায় রয়েছেন, তাহলে বুঝবেন আপনি একজন স্লিপওয়াকার, না হলে বুঝবেন বাড়িতে ভূত আছে।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ