Alexa শরীরের দুটি অংশে ব্যথা মিয়া খলিফার!

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

শরীরের দুটি অংশে ব্যথা মিয়া খলিফার!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:০১ ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ২১:৫০ ১৮ আগস্ট ২০১৯

মিয়া খলিফা

মিয়া খলিফা

পর্ন সিনেমার এক সময়ে বিচরণ ছিলো তার। তবে এখন সেই দুনিয়া থেকে বের হয়ে আসলেও মাঝে মাঝে উষ্ণ ছবি দিয়ে ভক্তদের মাত করে রাখেন। বলছিলাম পর্নস্টার মিয়া খলিফার কথা। 

তার ছবি কিংবা ভিডিও দেখে ভক্তদের মন ভরলেও কয়েকদিন ধরে মোটেও ভাল সময় পার করছেন না তিনি। পীঠ এবং ঘাড় ব্যথায় তার স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। আর তাই চলে গেলেন চিকিৎসকের কাছে। 

ডাক্তারের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নীল জগতের এই স্টার। তবে শেয়ার করা সেই ছবিতেও যেন নেটিজেনদের সমালোচনার খোড়াগ হয়ে গেছে।

কেউ কেউ প্রশ্ন করছেন, আপনার কেন পিঠ ও ঘাড়ে ব্যথা হবে। তার ‘বুক’ নিয়েও অনেকে সমালোচনা করেছেন। তবে সেইখানেই যেন নিশ্চিত চুপ মিয়া খলিফা। এতসব প্রশ্ন তিনি দেখেছেন ঠিকেই। কিন্তু কোন উত্তরই দেননি।

ডেইলি বাংলাদেশ/টিএএস