Alexa শরণখোলায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

শরণখোলায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৮ ২২ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার দুপুরে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সুবিধাভোগীদের হট্টগোলে চাল বিতরণ সাময়িক বন্ধ থাকে।

উপজেলার ৩নং রায়েন্দা ইউপির সুবিধাভোগীদের অভিযোগ, প্রতিটি বস্তায় ৪৬ কেজি করে চাল থাকার কথা থাকলেও কোনো বস্তায় ৩৮ কেজি, কোনো বস্তায় ৪২ কেজি চাল পাওয়া গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, শরণখোলার ছয় হাজার ৪৪৪ জন তালিকাভুক্ত জেলের জন্য ৪৬ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। কয়েকজন জেলে চাল কম পাওয়ার অভিযোগে হট্টগোল শুরু করে। এ সময় ট্যাগ অফিসার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ট্যাগ অফিসার ডা. আলাউদ্দিন মাসুদ বলেন, কয়েকটি বস্তায় চাল কিছুটা কম ছিলো। তবে, সুবিধাভোগীদের ৩৩-৩৫ কেজি করে বিতরণের অভিযোগ সঠিক নয়।

ডেইলি বাংলাদেশ/এআর