Alexa শব্দে নয়, পাখিদের ভাষায় কথা বলেন তারা!

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

শব্দে নয়, পাখিদের ভাষায় কথা বলেন তারা!

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৪৪ ২৮ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিটি দেশেই মানুষদের নিজস্ব কিছু ভাষা থাকে। যদিও এক দেশের ভাষার সঙ্গে অন্য দেশের ভাষার কোনো মিল পাওয়া যায় না। তারপরও কোনো মানুষকে পাখিদের ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করার কথা কখনো শুনেছেন কি?

হ্যাঁ, পাখিদের মতো করে  কথা বলে ভাবের আদান প্রদান করে তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলের কয়েক হাজার মানুষ। বর্তমানে ভাষাটি বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ায় এ ভাষাকে উদযাপন করতে উৎসবেরও আয়োজন করা হচ্ছে। ইউনেসকো ২০১৭ সালের ডিসেম্বরে এটিকে বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি সংস্থাটি এও আশঙ্কা প্রকাশ করেছে, মোবাইলের ব্যবহার বেড়ে যাওয়ায় ভাষাটি বিলুপ্ত হতে বসেছে।

কয়েক শতাব্দী আগে তুরস্কের গিরেসান প্রদেশের একটি গ্রামের মানুষ এ ভাষার ব্যবহার করা শুরু করে। গ্রামটির নাম কুসকয় (তুর্কিতে পাখির গ্রাম)।

ভাষাটি যাতে হারিয়ে না যায় সে জন্য স্থানীয় স্কুলেও শেখানো হচ্ছে এ ভাষা। গিরেসান বিশ্ববিদ্যালয়ের পর্যটন অনুষদ এ ভাষাটিকে কোর্স হিসেবে গ্রহণ করেছে।    

ডেইলি বাংলাদেশ/এএ