Alexa শপথ নিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি

ঢাকা, রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

শপথ নিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১২ ২০ জানুয়ারি ২০২০  

ছবি: বাসস

ছবি: বাসস

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন।

সোমবার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নবনির্বাচিত এমপিকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজামমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন প্রমুখ।

এ সময় চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী এলাকার নেতারা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে