Alexa শত খুঁজেও পাচ্ছেন না মেয়ে, তাই পুতুলকেই বিয়ে!

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

শত খুঁজেও পাচ্ছেন না মেয়ে, তাই পুতুলকেই বিয়ে!

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৯ ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৫:৩৬ ২৭ ডিসেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

গল্প হলেও পুরোটা সত্যি, ২৭ বছরের যুবক জুন কোরিয়া। সাউথ কোরিয়া থেকে বেজিংয়ে এসেছেন চাকরীর জন্য। বহু বছর ধরেই আছেন এই শহরে।

একটার পর একটা প্রেম, তারপর আঘাত। তাই হঠাৎ জুন ঠিক করে আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না। কিন্তু শরীরটা মেয়ে সঙ্গ চায়! জুন জানালেন, তখনই অর্ডার দিলাম সেক্স ডলের।

প্রথম প্রথম শুধু এই সেক্স ডলের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতাম। কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি। এই পুতুলই আমার প্রেমিকা। একে নিয়ে আমি নানা জাগায় ঘুরে বেড়াই। একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে স্নানও করি। আমি খুব ভালো আছি! খুব শান্তি করে তাকে জড়িয়ে ঘুমাতে পারি। 

জুন এই সেক্স ডলের নাম রেখেছেন ইভা। ২০১৪ সালে ইভা তার বাড়িতে আসে। আর সেই থেকে ইভাই জুনের জীবন সঙ্গীনী। 

ডেইলি বাংলাদেশ/টিএএস/এমকে