Alexa শচীনের রেকর্ড ছুঁলেন কোহলি

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

শচীনের রেকর্ড ছুঁলেন কোহলি

 প্রকাশিত: ২০:২৬ ৪ সেপ্টেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখাই শুধু নয়, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টও অর্জন করলেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তী শচীন টেন্ডুলকারের দখলে।

তাকে স্পর্শ করলেন ভারতের অধিনায়ক। তার পয়েন্ট এখন ৮৮৭। ১৯৯৮ সালে সমসংখ্যক পয়েন্ট পেয়েছিলেন টেন্ডুলকার। একদিনের আন্তর্জাতিকের মতোই টি-২০তেও ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই আছেন বিরাট।

একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ হোয়াইটওয়াশ করেছে ভারত। এর ফলে তিন পয়েন্ট পেয়েছে বিরাটের দল। অস্ট্রেলিয়া ও ভারত দু`দলেরই পয়েন্ট ১১৭। তবে ভগ্নাংশে এগিয়ে থাকায় দু`নম্বরে অস্ট্রেলিয়া। তিন নম্বরে ভারত।

এই সিরিজে দুটি শতরানসহ ৩০২ রান করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এর ফলে তিনি পাঁচ ধাপ উন্নতি করে এখন ৯ নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনি দু`ধাপ উঠে রোহিতের ঠিক পরে।

সিরিজে ১৫টি উইকেট নিয়ে রেকর্ড করেছেন বুমরাহ। এর আগে কোনও বোলার দু`দেশের পাঁচ ম্যাচের সিরিজে ১৫টি উইকেট নিতে পারেননি। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি চার নম্বরে উঠে এসেছেন। এটাই তার সেরা র‍্যাংকিং।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ