Alexa লুকিয়ে বিয়ে সেরেই মা হচ্ছেন এই অভিনেত্রী

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

লুকিয়ে বিয়ে সেরেই মা হচ্ছেন এই অভিনেত্রী

 প্রকাশিত: ১২:২৬ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১২:২৬ ৯ নভেম্বর ২০১৮

সুরভিন চাওলা

সুরভিন চাওলা

বিয়েটা সেরেছিলেন একদম চুপিসারে। ইতালিতে বসেই ব্যবসায়ী অক্ষয় ঠাক্কারের সঙ্গে সাতপাক ঘুরে নেন। ২০১৫ সালে বলিউড অভিনেত্রীর বিয়ের কথা শুনে অনেকেই চমকে গিয়েছিলেন। 

ঠিকই ধরেছেন। ‘পার্চড’ অভিনেত্রী সুরভিন চাওলার কথাই বলা হচ্ছে। এবার সেই সুরভিন চাওলা দিলেন আরো একটি নতুন খবর। জানান, এবার সুরভিন মা হতে চলেছেন। ২০১৯ সালের এপ্রিল মাসে জন্ম হবে তার সন্তানের। 

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সুরভিন বলেন, মা হওয়ার আগের অনুভূতিটা একদমই ভিন্ন। অক্ষয় এবং তিনি পরিবারের নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে পুরো প্রস্তুত। শুধু তাই নয়, নতুন অতিথির আগমণের খবরে অক্ষয় এবং তিনি নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছেন বলেও জানান সুরভিন। 

এদিকে শুধু সুরভিন চাওলা নন, শিগগিরই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়াও। এছাড়া সম্প্রতি মা হয়েছেন ভারতের ‘টেনিস কুইন’ সানিয়া মির্জা। ঈশান মির্জা মালিক নামে সম্প্রতি এক পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া। যা নিয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics