Alexa লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২

 প্রকাশিত: ১৮:৩১ ২২ জুলাই ২০১৭  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টিঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে পড়ে যাওয়ায় চালক ও এক শিশু নিহত হয়েছেন। শনিবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক লোকমান আলী (৩৫) ও শিশু পারভেজ (৬)। নিহত শিশু উপজেলার পূর্ব বিছনদই গ্রামের হাসান আলীর ছেলে। এ সময় আহত হন নিহত শিশু পারভেজের মা পারভিন বেগম (৩০)। প্রত্যক্ষর্দীরা জানান, শনিবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘুন্টিঘর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা পারভীন বেগম ও তার ছেলে পারভেজকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক লোকমান ও শিশু পারভেজের। এঘটনায় আহত হন পারভেজের মা পারভীন বেগম। এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় পারভীনকে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাতীবান্ধা থানার এসআই আকরাম হোসেন চালকসহ এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ/আরকে