Alexa লালমনিরহাটে গুলিবিদ্ধ ধর্ষক গ্রেফতার

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

লালমনিরহাটে গুলিবিদ্ধ ধর্ষক গ্রেফতার

 প্রকাশিত: ১৩:৩৮ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৩:৩৮ ২০ জুলাই ২০১৮

লালমনিরহাট

লালমনিরহাট

লালমনিরহাটে সদর উপজেলায় গুলিবিদ্ধ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ শীবেরকুঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক আলমগীর হোসেন ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ডেইলি বাংলাদেশকে জানান, আলমগীর হোসেন তিনটি বিয়ে করেছে। বুধবার প্রতিবেশী এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আলমগীর পালিয়ে যায়। পরে শিশুটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে আলমগীরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় সহযোগীদের ধরতে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশ উপস্থিতি টের পেয়ে পুলিশ লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলমগীর উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেডএম