Alexa লাইভ অনুষ্ঠানে উপস্থাপক-অতিথির তুমুল ঝগড়া! 

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

লাইভ অনুষ্ঠানে উপস্থাপক-অতিথির তুমুল ঝগড়া! 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:১২ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:৪২ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রেডিওর একটি লাইভ অনুষ্ঠানে নারীকে পুরুষের চাকর বলায় অনুষ্ঠান থেকেই  বের করে দেয়া হল দীপক কালাল নামের এক অতিথিকে। দীপক ভারতের বহুল আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক প্রেমিক।

রেডিও মির্চির একটি লাইভ শোতে উপস্থিত হয়ে আরজে মাহবশের শোতে দীপক কালাল নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন। রেডিও স্টেশন হলেও সেখানে ইন্টারভিউ ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

অন্যান্য দিনের মতো ওই দিন ভিডিও করা হচ্ছিল। কিন্তু নারীদের চাকর বলায় লাইভেই শুরু হয় ঝগড়া। সুন্দরী উপস্থাপিকা খুবই ক্ষুব্ধ হন এবং দীপককে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন।

দীপক তার নিরাপত্তাকর্মীকে ডাকতে বলেন। এভাবে দু’জন তুমুল ঝগড়ায় লিপ্ত হন। বলে উপস্থাপক নিরাপত্তাকর্মীদের ডেকে দীপককে কক্ষ থেকে বের করে দেন।

এসময় দীপক বিশ লাখ ডলার ক্ষতিপূরণের মামলা করা হবে বলেও হুমকি দেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন
 

ডেইলি বাংলাদেশ/এমকে