Alexa লন্ডনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

লন্ডনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

 প্রকাশিত: ০২:২৪ ২২ মার্চ ২০১৮  

লন্ডনে ১৭ মার্চ ইয়ং বাংলা কালসারাল ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।

শিশু কিশোরদের বঙ্গবন্ধুর উপর ভাষণ অনেক উপভোগ্য ছিল। `শিশু মুজিব থেকে পিতা মুজিব` শীর্ষক মূল প্রতিপাদ্য পাঠ করেন ইয়াসমিন পলিন, প্রধান মন্ত্রীর বাণী পড়ে শোনান সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, রাষ্টপতির বাণী পড়ে শোনান রেজওয়ান মারুফ। আফরোজা বেগম এবং প্রিয়তি শেখের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ।

বঙ্গবন্ধুর উপরে লেখা কবিতা আবৃত্তি করেন তৌহীদ শাকীল, শাহনাজ পপি, শতরুপা চৌধুরী, জেনিফার সারওয়ার লাক্সমি, বর্নালী চক্রবর্তী, রেজওয়ান মারুফ, ইয়াসমিন পলিন স্মৃতি আজাদ।

মঞ্চ পরিকল্পনা এবং আলোকসজ্জায় ছিলেন- মিঠু আজাদ, শব্দ নিয়ন্ত্রণে ফয়সাল, তবলায় পিয়াস, কিবোর্ডে তন্ময় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিরন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থী ড. আনোয়ারা আলী এমবিই, চ্যানেল আইয়ের শোয়েব ফয়সাল চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সমপাদক আব্দুর রাহিম শামীম,ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

ডেইলি বাংলাদেশ/ আরএ