Alexa লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৩ ২০ জুলাই ২০১৯  

লন্ডনে দূত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনে দূত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউরোপে অবস্থানরত বাংলাদেশের দূতদের সম্মেলনে অংশ নিয়েছেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় লন্ডনের তাজ হোটেলে এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি যোগ দেন। 

কর্মসূচি অনুযায়ী প্রত্যেক দূত নিজ নিজ মিশনের কর্মকাণ্ড, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক সম্মেলনে বক্তব্য রাখেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।

সম্মেলনে যোগদানকারী দূতরা হলেন- আবু জাফর (অস্ট্রিয়া), মো. শাহাদত হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস), মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এস এম সাইফুল হক (রাশিয়া), হাসান মাহমুদ খন্দকার (স্পেন), নাজমুল ইসলাম (সুইডেন), শামীম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কূটনৈতিক ও অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পায়।

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics