Alexa ‘লঙ্কা জয় মোটেই সহজ নয়’

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

‘লঙ্কা জয় মোটেই সহজ নয়’

 প্রকাশিত: ২০:১১ ২১ জুলাই ২০১৭  

ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়ার জন্য দ্বীপ রাষ্ট্রটিতে চলে গেলেন কোহলি এণ্ড কোং। এই সফরটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নয়া বস রবি শাস্ত্রী বস হিসেবে ঘোষিত হওয়ার পর এটিই তার প্রথম অ্যাসাইনম্যান্ট। সুতরাং এটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারতীয়রা। বিরাট ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ জিতেছিলেন। তিন ম্যাচের সিরিজে গলে প্রথম টেস্ট হেরেও পরের দু’টি টেস্ট জিতে সিরিজ ২-১ করেছিল কোহলি অ্যান্ড কোং৷ তারপর থেকে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। এবারও অবশ্য তিনটি টেস্ট। তবে ২০০৯ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে ভারত। শ্রীলঙ্কার মাটিতে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিরাট কোহলি বলেন‘শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলাটা মোটেই সহজ নয়।’ শেষবারের টেস্ট সিরিজের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের এখনো মনে আছে, আমরা অস্ট্রেলিয়া থেকে মাত্রই ফিরে শ্রীলঙ্কা সফর করি। আমরা ছিলাম র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর দল। ওই সময়টা ছিল আমাদের হাতবদলের সময়। আমি মনে করি, ১২ থেকে ১৫ মাসে আমরা পাল্টে যাই। এখন আমরা নম্বর ওয়ান। মাত্রই আমরা এ পজিশনে এসে পৌঁছেছি।’ কোহলি নিজেদের অদম্য পথ চলার প্রাথমিক ব্যাখ্যা দিলেন এভাবে,‘আমি এবং আমার দল মনে করে, এ শ্রীলঙ্কাতেই আমাদের পথচলা শুরু হয়েছিল। গল টেস্ট হারের পর আমরা গর্তে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে আমরা একসঙ্গে হয়ে পুরো চিত্রটা পাল্টে দিই। আমি মনে করি, ওটা ছিল ‘আইকোনিক’। যার কারণে আমরা শেষ দুই বছরে এতটা উন্নতি করতে পেরেছি।’ ডেইলি বাংলাদেশ/এসআই