লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন যুবক
লক্ষ্মীপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০২:৫৬ ১৫ ডিসেম্বর ২০১৯

প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কামাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট-চরবসু সড়কের চরকাদিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উপজেলার সাহেবেরহাট ইউপির আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ফজুমিয়ারহাট থেকে একটি অটোরিকশা পাঁচ যাত্রীকে নিয়ে চরবসু বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোরিকশা যাত্রী কামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম