Alexa লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় আটক ২

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০৪ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৭:০৬ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর সদরের দত্তপাড়ায় ইউপি সদস্য খোরশেদ আলম মিলন হত্যায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় অস্ত্র-গুলি ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- ওই উপজেলার বটতলীর মো. জসিম, সিএনজি চালক জামাল।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সম্মেলনে এ তথ্য জানান লক্ষ্মীপুরের এসপি ড. এ.এইচ.এম কামরুজ্জামান।

এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী মো. জসিমকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্যে চরচামিতা এলাকার মিজি বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসপি আরো জানান, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। শত্রুতার জেরেই ইউপি সদস্য মিলনকে হত্যা করেন জসিম ও তার সহযোগীরা। আটক দুইজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকিদের গ্রেফতারে গ্রেফতারে অভিযান চলছে।

জিজ্ঞাসাবাদে জসিম জানান, হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গুলি চরচামিতার মিজি বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। পরে সিএনজি চালক জামাল আটক হওয়ার খবর পেয়ে জসিমের আরো দুই সহযোগী অস্ত্র ও গুলি মাটির নিচে লুকিয়ে রাখে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি (সদর সার্কেল) আনোয়ার হোসেন, বিশেষ শাখার ওসি মো. ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর