Alexa লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টায় অটো চালক আটক

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টায় অটো চালক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৫৪ ১৬ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে ভবানীগঞ্জ ইউপির আবদুল্যাহপুর থেকে তাকে আটক করা হয়। আটক দুলাল হোসেন সদর উপজেলার রাজিবপুর এলাকার সফিক মিয়ার ছেলে।

সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, শহর থেকে তোরাবগঞ্জ বাজারের দিকে অটোরিকশায় যাচ্ছিল শিশুটি। ওয়াপদা অফিস এলাকায় অটোটি পৌঁছালে আবদুল্যাহপুরের একটি সুপারি বাগানে শিশুকে ধর্ষণ চেষ্টা করে চালক। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ