লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫২ ২৯ জানুয়ারি ২০১৯ আপডেট: ২৩:৫৫ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোন সদর নিরাপত্তা পোস্টে মঙ্গলবার রাতে হত্যা মামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে লক্ষ্মীছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহেনুর বলেন, সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শিলাছড়ির দিকে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ওসি আ: জব্বার বলেন, গ্রেফতারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ