Alexa র‌্যাবের ফাঁদে পাঁচ দালাল

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

র‌্যাবের ফাঁদে পাঁচ দালাল

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪১ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা সদর হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল কালাম, মো. কাশেম, মো. আক্তার, মো. আহাদ ও মো. হো‌সেন। তারা ভোলা পৌর এলাকার বি‌ভিন্ন ওয়া‌র্ডের বা‌সিন্দা।

র‌্যাব-৮ এর ডিএডি মো. জ‌হিরুল ইসলাম জানান, রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে নিচ্ছে একটি দালাল চক্র। এছাড়া উচ্চমূল্যে ওষুধসহ বিভিন্ন খাত দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। এমন সংবাদে হাসপাতালে অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। প‌রে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ানুল ইসলাম চারজন‌কে এক মাসের কারাদণ্ড ও একজনকে ৫শ টাকা জরিমানা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর