Alexa রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৬ সফর ১৪৪১

Akash

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৩০ ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০১:২৪ ১৩ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে মঙ্গলবার  রাতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডাকাত নুরুল আলমের সহযোগীরা আজিম উল্লাহর ছেলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া ও শামসুদ্দিনের ছেলে মো. ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে গুলি করে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যায়। হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধ ঘণ্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।

টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি, মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ